বৃহস্পতিবার, ৪ অক্টোবর ২০১৮, মুন্সিগঞ্জ নিউজ ডটকম:
ভূমি সংক্রান্ত বিষয়ে জনগনকে আধুনিক সেবা প্রদানের লক্ষে এ প্রথম জেলার টঙ্গীবাড়ি উপজেলা ভূমি অফিসে ওয়ান স্টপ সার্ভিস সেন্টার উদ্বোধন করা হয়েছে।
গতকাল বুধবার বিকেল ৩ টার দিকে উপজেলা ভূমি অফিসে ওয়ান স্টপ সার্ভিস সেন্টার উদ্বোধন করেন জেলা প্রশাসক সায়লা ফারজানা।
জানা যায়, ওয়ান স্টপ সার্ভিস সেন্টারের মাধ্যমের একজন সেবা গ্রহীতা ভূমি অফিসের জনবলের সহযোগিতা ছাড়াই তাদের জায়গা সংক্রান্ত সকল তথ্য জানতে পারবে।

আমাদের সহযোগিতা ছাড়া সেবা গ্রহীতা ওয়ান স্টপ সার্ভিস সেন্টার মাধ্যমে গুরুত্বপূর্ণ ৮টি সেবা নিজেই নিতে পারবে। এটা ব্যবহারের মাধ্যমে তাদের জায়গার নাম জারি কিভাবে করে, বিবিধ মামলার সর্বশেষ তথ্য,
ভূমি উন্নয়ন কর পরিশোধ কেন জরুরি, নামজারি মামলার সর্বশেষ অবস্থান, বিবিধ মামলার সর্বষেশ অবস্থান, ভূমির উন্নয়ন কর খাজনা পরিশোধ, ডিপি সম্পত্তি সহ ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারিদের সাতে সচরাচর জিজ্ঞেসা ও উত্তর জানতে পারবে।
এদিকে উপজেলার ১০টি উইনিয়ন ভূমি অফিসে ১০টি আলমারি চাবি তুলে দেন জেলা প্রশাসক সায়লা ফারজানা। এছাড়াও বেতকা ইউনিয় ভূমিহীন ২০টি পরিবারের মাঝে ১৫ শতাংশ জায়গা স্থায়ী বন্ধবস্তক কবুলিয়ত দলিল সহ তাদের নামে নাম জারি, খতিয়ান, ডিপি, ভূমি আয় খাজনা কর হস্তান্তর করা হয়।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ. কাবিরুল ইসলাম খানের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ হারুন অর রশিদ (রাজস্ব), নব নিযুক্ত অতিরিক্ত জেলা প্রশাসক মোফাছেরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসাম্মৎ. হাসিনা আক্তার, উপজেলা ভূমি অফিস নাজির মো. বিরাজুল হাসান রাজু প্রমুখ।