জাকির হোসেন সুমন, সোমবার, ১৭ ডিসেম্বর ২০১৮, মুন্সিগঞ্জ নিউজ ডটকম:
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশােরগঞ্জ -৬ (ভৈরব – কুলিয়ারচর )আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী জনাব মােঃশরীফুল আলম -ভাইয়ের (ধানের শীষ মার্কা) নির্বাচনী প্রচারনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় মনফালকনে গরিঝিয়া শাখার বি,এন,পির বিভিন্ন স্তরের নেতৃবিন্দ ছাড়াও দলমত নির্বিশেষে সকলের স্বতস্ফুর্ত অংশ গ্রহনে শরীফুল আলম এর লাইভ অনুষ্ঠানটি সফল ভাবে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভৈরব শম্ভুপুর গ্রামের জালাল এবং মো: জিয়াউর রহমান খান। সোহেলের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনফালকনে প্রবাসী বাংলাদেশীদের প্রিয় মুখ রাজনৈতিক ব্যক্তিত্ব ও সফল ব্যবসায়ী , ফরিদুর ইসলাম আনিছ ,
অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভৈরব শিবপুর ইউনিয়নের সাবেক সফল মেম্বার জাকির মিয়া,প্রফেসর রফিকুল ইসলাম,গরিঝিয়া বি,এন,পির আহবায়ক খোকন, মাসুম আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী মাসুম মিয়া,বিশিষ্ট ব্যবসায়ী আরজু মিযা,সাবেক ছাত্র নেতা লিটন, বেলায়েত মোড়ল, কালীপুর গ্রামের
আনোয়ার হোসেন,হেলিম মিয়া,সাদ্দাম হোসেন, মিলন মিয়া,দীন ইসলাম মিয়া, আশরাফ মিয়া,শ্রীনগর ইউনিয়নের যুবদল নেতা মিজানুর রহমান,ভৈরব উপজেলা ছাত্রদলের সাবেক সংগ্রামী নেতা সাইমন রহমান,ভৈরব স্বেচ্ছা সেবক দলের সাবেক যুগ্ন সম্পাদক আবদুল্লাহ মাসুদ,কুলিয়াচর এর সাবেক ছাত্র নেতা কফিল উদ্দিন,অনুষ্ঠানে সার্বিক সহযোগীতায় ছিলেন — হান্নান খান,গাছতলা ঘাটের শাহিন মিয়া,
রুবেল হাই,মাছুম মিয়া,সজিব মিয়া,শামীম মিয়া সবুজ মিয়া,বিজয়,মোরাদ মিয়া,মামুন মিয়া,মিলন মিয়া,রবিন মিয়া,প্রমুখ। অনুষ্ঠানটি আরো সাফল্যমন্ডিত হয়ে উঠে বিভিন্ন দল থেকে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী হয়ে অসংখ্য নেতা কর্মী আওয়ামীলীগ থেকে বি,এন,পি যোগদান করেন। নতুন যোগদানকারী নেতৃবিন্দ কে অনুষ্ঠানের সভাপতি ফুল দিয়ে বরন করে নেন। নতুন যোগদানকারী নেতৃ-বিন্দর প্রতি
আলমভাই বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং অসংখ্য ধন্যবাদ জানান। প্রবাসে থেকেও মাতৃভূমির টানে দেশের এই সংকটময় অবস্থায় এই অনুষ্ঠান আয়োজনের জন্য।তিনি সকলের উদ্দেশ্য আকুল আবেদন রাখেন ৩০শে ডিসেম্বরের নির্বাচনে ব্যালটের মাধ্যমে সঠিক জবাব দেবার।