শনিবার, ২ ফেব্রুয়ারি ২০১৯, মুন্সিগঞ্জ নিউজ ডটকম:
চাঁদা দাবি করায় মুন্সিগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজ ছাত্রলীগের সভাপতি নিবির আহমেদ (৩০) কে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার সকালে মুন্সিগঞ্জ সদর থানায় সাইট ইঞ্জিনিয়ার প্রিতম বাদি হয়ে জেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মৃধা ও নিবির
আহমেদের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৪/৫ জনের নামে মামলা দায়ের করেন।
পরে দুপুর দেড়টার দিকে সদর উপজেলার কোর্টগাঁও এলাকা থেকে নিবিরকে গ্রেফতার করা হয়।
জানা যায়, মুন্সিগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজের ছাত্রাবাসের নতুন ভবনের কাজ নির্মাণাধীন। ভবনের দায়িত্বে থাকা সাইট ইঞ্জিনিয়ার প্রিতমের কাছে ছাত্রলীগ সভাপতি নিবির ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করে। শুক্রবার সকালে প্রিতম থানায় মামলা দায়ের করলে পুলিশ নিবিরকে গ্রেফতার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সদর থানার ওসি (তদন্ত) গাজী সালাউদ্দিন।
অবজারভার