সব মানুষের সৃজন প্রয়াসী অনলাইন পোর্টাল:
বুধবার, ২৯ মে ২০১৯, মুন্সিগঞ্জ নিউজ ডটকম:
গত ২৬ মে রোজ রবিবার দৈনিক সভ্যতার আলো পত্রিকা ও অনলাইন দুর্যয় বাংলায় বিএনপি
নেতার সংখ্যালঘু জমি দখলের চেষ্টা। মানববন্ধন
শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। প্রকাশিত সংবাদটি সঠিক নয়। বানোয়াট ও বিত্তিহীন প্রকৃত ঘটনা হচ্ছে আমারা আমাদের দাদার ওয়ারিস সূত্রে প্রাপ্ত হইয়া ৫০ শতাংশ জমি যাহার অবস্তান বেতকা চৌরাস্তা সংলগ্ন উত্তর বেতকা মৌজায় অবস্থিত ৬০৫/৬০৬/৬০৭/ নং দাগে রেকর্ডভুক্ত। যে জমি আমরা প্রায় ৭০/৮০ বছর দরে বংশ পরস্পরায় ভোগ দখল
করিয়া রাস্তার পাশে দোকান পাট করে ও জমিতে চাষাবাদ করিয়া আসিতেছি।যাহা বেতকা চৌরাস্তা সংলগ্ন বসবাসরত সকল বাসিন্দাগণ জানেন ও অবগত আছেন।
এই সম্পত্তি আমার দাদার নামে সিএস/এসএ পর্চাতেও নাম রেকর্ডভুক্ত আছে। কিন্তু আর আরএস পর্চায় সম্পুর্ন আমার পিতার নামে না উঠায়, কিন্তু ভুলবশত আর এস পর্চায় কিছু অংশ ভুবন মোহন দত্তের নামে রেকর্ডভুক্ত হওয়ায় রেকর্ড সংশোধন করার জন্য মুন্সীগঞ্জ যুগ্ন জেলা জজ আদালতে দেওয়ানি মামলা দায়ের করি। যাহার মামলা নং ৯৬/১৯।যে মামলা ভুবন মোহম
দত্তের পুত্র নীল মনি দত্ত গত ২৩ মে বৃহস্পতিবার যুগ্ন জেলা জজ আদালতে হাজির হইয়া সময়ের প্রার্থনা করেন বিঞ্জ যুগ্ন জেলা জজ আদালত মামলার পরবর্তী তারিখ ঘোষনা করেন ১০/০৬/২০১৯। এমতাবস্থায় গত ২৫/০৫/২০১৯ কিছু সংখক ভুমি দালালের প্ররোচনায় গ্রামের কিছু সহজ সরল লোকজন নিয়ে নীন মনি দত্ত আমাদের ভোগদখল কৃত বৈধ জমির মালিকানা
দাবি করিয়া আমাকে বিএনপি নেতা ও জাল দলিলকারী হিসাবে বিক্ষোভ মিছিল করে। আমি মোঃ আমির হোসেন মোল্লা তাহার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এই ঘটনায় আমি মর্মাহত এবং সমাজে আমার সুনাম ক্ষুন্ন হয়েছে বিধায় আমি নীল মনি দত্তের
নামে মানহানি মামলা দায়েরের প্রস্তুতি গ্রহন করিতেছি। আমি আইন ও আদালতের প্রতি শ্রদ্ধানশীল আদালত মামলার যে রায় দিবেন আমি তাহা অক্ষরে অক্ষরে পালন করিতে বাধ্য থাকিবো।
সভ্যতার আলো