সব মানুষের সৃজন প্রয়াসী অনলাইন পোর্টাল:
শনিবার, ৮ জুন ২০১৯, মুন্সিগঞ্জ নিউজ ডটকম:
মোঃ রেজাউল করিম রয়েল:
শিক্ষার মান উন্নয়নের লক্ষে শ্রীনগর পাইলট উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রাক্তন ছাত্রদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে।
গতকাল শুক্রবার বেলা ১১ টায় শ্রীনগর পাইলট স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে এ কমিটি গঠন করা হয়। শ্রীনগর প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোঃ হাফিজুল ইসলাম খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা পরিষদের চেয়াম্যান মোঃ মসিউর রহমান মামুন।
সভা শেষে সকলের সম্মতিক্রমে বাংলাদেশ ভোক্তা সংরক্ষন অধিদপ্তরের মহাপরিচালক মোঃ শফিকুল ইসলাম লস্করকে সভাপতি ও ডাঃ মোঃ সেলিম মৃধাকে সাধারন সম্পাদক এবং বাংলাদেশ খাদ্য কর্মকর্তা সমিতির মহা সচিব আব্দুল্লাহ হিস শাফিকে সাংগঠনিক সম্পাদক সিনিয়র সহ সভাপতি ডাঃ আব্দুল
হালিম, সহ সভাপতি অধ্যাপক ফজলে এলাহি চৌধুরি অভি,
অধ্যাপক মামুনুর রশিদ, ডাঃ এনায়েত হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক শিবলি আহমেদ, মোহাম্মদ জাহাঙ্গির হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহিশ শাফি টোটন (মহাসচিব, খাদ্য কর্মকর্তা সমিতি) ,
সহ সাংগঠনিক ফরিদ আহমেদ ডন, অর্থ সম্পাদক অধির চন্দ্র দত্ত, তথ্য ও যোগাযোগ হাফিজুল ইসলাম খান, আন্তর্জাতিক সম্পাদক সৈয়দ ইফতেখারুল আলম টিটুকে নির্বাচিত করে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।