সব মানুষের সৃজন প্রয়াসী অনলাইন পোর্টাল:
শনিবার, ২২ জুন ২০১৯, মুন্সিগঞ্জ নিউজ ডটকম:
মিরকাদিমে জানাজা শেষে ফেরার পথে মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগ নেতাসহ তাঁর সমর্থকদের উপর পৌর মেয়র শহিদুল ইসলাম শাহিনের লোকজনরা হামলা করেছে এর প্রতিবাদে শনিবার ২২ জুন সকালে মানববন্ধন করেছে।
এ মানবাবন্ধনে অংশ নেয় মিরকাদিম পৌর নাগরিক একাশেংর সমাজ, একাশেংর আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন এবং পৌর সভার একাশেংর নানা শ্রেণির পেশার লোকজনরা।
জানা যায়, শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে, পৌর সভার পূর্বপাড়া এলাকার শাহজালালের মেয়ের জানানা শেষে জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক মনসুর আহামেদ কালাম, ১নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল জলিল মাদবরসহ ১০- ১২ জনের একটি টিম সেখান থেকে
ফেরার পথে মেয়র শহিদুল ইসলাম শাহিন ও তার সমর্থকরা অতর্কিত হামলা করেন বলে তাঁরা মানববন্ধনের সময় অভিযোগ করেছেন।
সেই সময় কাউন্সিলর জলিল মাদবরসহ বেশ কয়েকজন মারাত্মক আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। সেই ঘটনার প্রতিবাদে শনিবার মুন্সিগঞ্জ শহরে এ মানববন্ধন পালিত হয়েছে।
মানববন্ধন কর্মসূচির সময় আন্দোলনকারীরা মেয়র শাহিনসহ অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।