সব মানুষের সৃজন প্রয়াসী অনলাইন পোর্টাল:
সোমবার, ১৫ জুলাই ২০১৯, মুন্সিগঞ্জ নিউজ ডটকম:
আজ সোমবার ১৫/০৭/২০১৯ খ্রিঃ দুপুর সাড়ে তিনটার সময় কোর্ট মালখানা প্রাঙ্গনে আলামত ধ্বংস কমিটির সভাপতি আরফাতুল রাকিব, বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট (ক্ষমতাপ্রাপ্ত) মুন্সিগঞ্জ।
ও সদস্যসণের উপস্থিতিতে নিম্ন বর্ণিত তালিকা মোতাবেক আদালতে নিস্পত্তিকৃত ৬৬৫ টি মামলার আলামত ধ্বংস করা হয়। ২০০৮ খ্রি: থেকে ২০১৯ খ্রি: এর মধ্যে থেকে এ মামলার নিস্পত্তিকৃত আলামত আজ ধ্বংস করা হয়েছে।
বাজেয়াপ্তকৃত নগদ ১ লাখ ২৮ হাজার ৩৪ টাকা ট্রেজারী চালানের মাধ্যমে সোনালী ব্যাংক জমা দেয়ার জন্য সি,এস,আই ইসফাত আরা খানমকে এ নির্দেশ প্রদান করে আদালত।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা মাদকদ্রব্য অধিদপ্তর এর উপ-পরিচালক এস,এম সাকিব, কোর্ট ইনস্পেক্টর হেদায়েতুল ইসলাম ভূইয়া।
আলামতের মধ্যে ২৫৬ টি গাঁজা মামলায় ৬০ কেজি ৪৫২ গ্রাম ও ৫৪৮ পুরিয়া,২৮১টি ইয়াবা মামলায় ১১.৮১৩ পিস,২২ টি ফেন্সিডিল মামলায় ১৫৩ বোতল,২৬টি বিয়ার মামলায় ৪০০ ক্যান, ২৩টি চোলাই মদ মামলায় ২২১ লিটার ৭৫০ মিঃ লিঃ,১১টি হেরোইন মামলায় ৫গ্রাম ২১৬ পুরিয়া,০৩টি বিদেশী মদ মামলায় ৩বোতল বিদেশী মদ ধ্বংস করা হয়।