নিজস্ব প্রতিবেদক: করোনা পরিস্থিতি মোকাবেলায় গজারিয়ায় কর্মহীন দুঃস্থ মানুষের মাঝে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে উন্নয়ন সমিতি।
বিতরণ কালে ১০ কেজি চাউল, এক পেয়াজ, দুই কেজি আলু, এক কেজি তেল ও পাঁচ কেজি আটা দেয়া হয়। গত বৃহস্পতিবার ৯ এপ্রিল সকাল ৯টার দিকে উপজেলার ভবেরচর ইউনিয়নে ভিটিকান্দি বাস স্ট্যান্ড এলাকায় উন্নয়ন সমিতির পক্ষ থেকে উক্ত খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন উন্নয়ন সমিতির সভাপতি ও ২নং ওয়ার্ডের ইউ’পি সদস্য রোকনুজ্জামান সিকদার, সাধারণ সম্পাদক মো. রহমান আলী দেওয়ান, সদস্য মো. সাদেক বেপারী, আওলাদ হোসেন, জহিরুল ইসলাম, নাসির মিয়া ও আজাহারুল।