তুষার আহাম্মেদ:
গতকাল সোমবার নারায়নগঞ্জের ফতুল্লা উপজেলা থেকে মুন্সীগঞ্জ থানার পুলিশ অভিযান চালিয়ে মুন্সীগঞ্জ থেকে চুরি যাওয়া মোবাইল উদ্ধার করতে সক্ষম হয়েছে। সেখান থেকে পুলিশ ২২টি মোবাইল উদ্ধার করে। আর সেখান থেকে চুরি ঘটনার সাথে জড়িত তিনজন চোরকে পুলিশ গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৩ আগষ্ট দিবাগত রাতে মুন্সীগঞ্জ শহরের প্রধান সড়কে মুন্সীগঞ্জ জেলা পরিষদ সুপার মার্কেটের মাইমুনা মাহিন টেলিকম নামক একটি মোবাইলের দোকান থেকে চুরি যাওয়া মোবাইল ফোনের মধ্য থেকে উল্লেখিত মোবাইলগুলি ফতুল্লা থেকে উদ্ধার হয়।
মুন্সীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: আনিচুর রহমান জানান, গ্রেফতারকৃত তিনজনকে আদালতে প্রেরণ করা হয়েছে। আসামিরা প্রত্যেকে আদালতে কা:বি ১৬৪ ধারার স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।