মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের বনিক্যপাড়াস্থ রিয়াদ ক্রোকারিজ এন্ড গিফট কর্ণার এর সামনে থেকে ইয়াবা বিক্রির সময় ইয়াবাসহ দুইজনকে র্যাব ১১ গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করে র্যাব ১১।
ইয়াবাসহ গ্রেফতারকৃতরা হচ্ছে মো: শাওন সিকদার (১৯)। তার পিতার নাম হচ্ছে রফিক সিকদার। আর মাতার নাম হচ্ছে শিল্পি বেগম। তার গ্রাম হচ্ছে ভট্টাচার্যেরবাগ ও মো: সাঈদ (১৭)। তার পিতার নাম হচ্ছে আব্দুল মালেক সরকার। তার মাতার নাম হচ্ছে করিমন বেগম। তার গ্রামের বাড়ি হচ্ছে দূর্গাবাড়ী।
এ আসামীর ১৮ বছর পূর্ণ না হওয়ায় তাকে শিশু অপরাধী হিসেবে গ্রেফতার দেখানো হয়েছে। গোপন সংবাদেও ভিত্তি র্যাব ১১ এখানে অভিযান চালিয়ে এই দুইজনকে ইয়াবাসহ গ্রেফতার করে। উক্ত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মুন্সীগঞ্জ সেদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে