মুন্সীগঞ্জের মুক্তারপুুর নৌ পুলিশের অভিযানে ১৬ লক্ষ ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এসব জালের আনুমানিক মূল্য ৮২ লক্ষ ৫০ হাজার টাকা। এ বিষয়ে নৌ পুলিশ জানায়,
শুক্রবার বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত অবৈধ কারেন্ট জাল বিরোধী অভিযানে মুক্তারপুর নৌ পুলিশ স্টেশনের ইনচার্জ মো. কবির হোসেন খাঁন এর নেতৃত্বে সদরের গোপালনগর এলাকায় মহিউর বেপারীর বাড়ি সংলগ্ন গোডাউন থেকে অভিযান চালিয়ে ১৪
বস্তা ভর্তি এসব অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। এছাড়া ১৪ বস্তা ববিন জব্দ করা হয়। এ বিষয় সংক্রান্তে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানায় মুক্তারপুর নৌ পুলিশ স্টেশন।