রোকসানা বেগম কেয়া
বন্যা তুমি এসেছিলে
মোদের স্ববন কালে,
রেখে গেলে দু:সহ স্মৃতি
ভুলব কেমন করে।
বন্যা তোমার প্রতাপ দিয়ে
ডুবিয়ে দিলে দেশ,
করলে ক্ষতি সোনার ফসল
চলছে তারই রেশ।
তোমার ধারার প্রবলতায়
ভেঙ্গে গেছে সেতু
ভাসিয়ে নিলে ভুমি।
অথৈ জলে ডুবে গেছে
আমার সোনার জমি।