গজারিয়া উপজেলার বালুয়াকান্দি গ্রাম হতে হেলিকাপ্টার দিয়ে বিয়ের বাড়িতে গেছেন বর যাত্রি।
জানাগেছে, উপজেলার বালুয়াকান্দি গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব শাহ আলম সাহেবের দ্বিতীয় ছেলে আসিফুজ্জামান জনি’র বিয়ে হাজী আবদুল কাদির কন্ট্রাক্টরের মেয়ে মোসাঃ মৌসুমী আক্তার এর সাথে।
বর হেলিকাপ্টার নিয়ে দুপুর ২টায় প্রথম অবতরণ করেন বালুয়াকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে। এ হেলিকাপ্টারের খবর পেয়ে বিভিন্ন গ্রামের লোকজন এসে জড়ো হয়। গ্রামের মানুষ স্বচোখে হেলিকাপ্টার দেখে খুব খুশি হয়।
তারপর আবার বালুয়াকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয় হতে নারায়ণগঞ্জের সিটি বন্দর চাপাতলী ১ নং ডিসি মিলস ২৭ নং ওয়ার্ডে বিয়ের অনুষ্ঠানে পৌছায় হেলিকপ্টারটি।
এ সময় ছেলে বাবা বিশিষ্ট ব্যবসায়ী হাজী শাহ আলম বলেন, আমার দ্বিতীয় পুত্রের বিয়ে তিন দিন ব্যাপী জমকালো গায়ে, বিয়ে এবং রবি বারে গজারিয়া উপজেলার মেঘনা ভিলেজে বৌ-ভাতের অনুষ্ঠান দিয়ে শেষ হবে। তাই সকলের কাছে ছেলে এবং ছেলের বউয়ের জন্য দোয়া প্রার্থনা করেন।