গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের পুরাচক বাউশিয়া পূর্ব নয়াকান্দি গ্রাম থেকে গজারিয়া থানার পুলিশ ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত ব্যক্তির কাছ থেকে পুলিশ ১০ পিস ইয়াবা উদ্ধার করেছে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম হচ্ছে মো: দিদার (২৪)। তার পিতার নাম হচ্ছে মো: আবেদ আলী। তার গ্রামের বাড়ি হচ্ছে পুরাচক বাউশিয়ায়।
গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযানে গজারিয়া থানা পুলিশ শনিবার রাত সাড়ে ১১টার দিকে তাকে ইয়াবাসহ গ্রেফতার করে।
এ অভিযান পরিচালনা করেন গজারিয়া থানার এএসআই(নিঃ) ইসমাইল মিয়া সঙ্গীয় অফিসার এসআই মাইনউদ্দিন ও এএসআই আজিজুল হক।