গজারিয়া উপজেলার টেঙ্গারচর ইউনিয়নের মধ্য ভাটেরচর গ্রামে গাঁজাসহ একজনকে গজারিয়া থানা পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ব্যক্তির কাছ থেকে পুলিশ ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম হচ্ছে নূর মোহাম্মদ (৬৫)। তার পিতার নাম হচ্ছে মৃত-আজগর আলী। তার গ্রামের বাড়ি হচ্ছে মধ্য ভাটেরচরে।
গোপন সংবাদের ভিত্তিতে গজারিয়া পুলিশ ৩ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে বিশেষ অভিযান চালিয়ে উজ্জ্বলের বসত ঘরের পিছনে নূর মোহাম্মদ এর পরিত্যাক্ত ঘরের ভিতর থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে।
এ অভিযান পরিচালনা করেন গজারিয়া থানার এএসআই (নিঃ) মোঃ আজিজুল হক সঙ্গীয় অফিসার এসআই আনিসুর রহমান ও কং/১০৪২ তানভীর।