মোহাম্মদ সেলিম:
মুন্সীগঞ্জের মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ কবির হোসেন খাঁনের বিরুদ্ধে মানব বন্ধন করেছে কারেন্ট জাল ফ্যাক্টরির মালিক ও শ্রমিকরা। শনিবার সকাল সাড়ে ১১ টার দিকে মুক্তারপুর পুরাতন ফেরিঘাট এলাকায় হাজ্বী গোলাম কিবরিয়ার নেতৃত্বে শ্রমিকরা মুখে কালো কাপড় পড়ে মানব বন্ধনে অংশ নেয়।
মানববন্ধনে ইনচার্জ কবির হোসেন খাঁন এর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয় মালিক ও শ্রমিকরা। এদিকে অভিযোগের বিষয়টি অস্বীকার করে মুক্তারপুর নৌ পুলিশ স্টেশন ইনচার্জ কবির হোসেন খাঁন বলেন, গোলাম
কিবরিয়া ও তার লোকজন বিভিন্ন কারেন্ট জাল ফ্যাক্টরি থেকে মাসে মাসে লক্ষ লক্ষ টাকা চাঁদা তোলে বলে নিষিদ্ধ কারেন্টজাল ফ্যাক্টরির মালিকদের মেইল গুলোতে অভিযান হবে না বলেও আশ্বাস দেন এই কিবরিয়া। নিষিদ্ধ কারেন্ট জাল উৎপাদন বন্ধে নৌ-পুলিশের চলমান অভিযান অব্যাহত রাখায় ফ্যাক্টরির মালিকদের চাপে
তারা নৌ পুলিশের বিরুদ্ধে নানা ধরনের মিথ্যা অভিযোগ করে আসছে। গোলাম কিবরিয়া নিজেকে বাঁচাতে এই মানববন্ধনের আয়োজন করে। তার বিরুদ্ধে নৌ পুলিশের দায়ের করা একাদিক মামলা রয়েছে।