
এসময় ধৃত আসামীদের দেহ তল্লাশী করে ১ গ্রাম হেরোইন জব্দ করে পুলিশ। আসামীরা হলেন উপজেলার রশুনিয়া ইউনিয়নের দানিয়াপাড়া গ্রামের মৃত জয়নাল দেওয়ানের ছেলে কুদ্দুস দেওয়ান ও বাসাইল ইউনিয়নের উত্তর বাসাইল গ্রামের মিলন হোসেন মাঝি এর স্ত্রী হাসিনা বেগম।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মো: ফরিদউদ্দিন গ্রেপ্তারের বিষয় নিশ্চিত করে জানান, আসামীদের ১ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করা হয়। পরে তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা দায়ের করে কোর্টে প্রেরণ করা হবে।আসামীরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী।