গতকাল রবিবার সন্ধ্যা ৬টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার মুক্তারপুর সেতু এলাকা থেকে দুই ব্যক্তিকে গাঁজাসহ গ্রেফতার করে। তাদের কাছ থেকে ৪ কেজি ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ সময় তারা একটি ৫ টনের ট্রাক ব্যবহার করছিলো।
সেটিও আটক করা হয়। তাদের কাছ থেকে ৩ টি মোবাইল ফোন এবং মাদক বিক্রয়ের নগদ ২২ হাজার ৭০০ টাকা জব্দ করা হয়। যারা গ্রেফতার হয়েছেন তারা হচ্ছেন )১) মোঃ রাজীব (৩৫), পিতা-রাজা মিয়া, মাতা-রেনু বেগম,
গ্রাম মুন্সীগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ডের দক্ষিণ ইসলামপুর (মানিক বেপারীর ঘাট ভুট্টুর মিলের সাথে বাসা) ও (২) মোঃ রবিউল আঁকন (২৫), পিতা-মৃত হানিফ আঁকন, মাতা-রহিমা, সাং-ছইলা বুনিয়া, সুলিজ ঘাট, থানা-মির্জাগঞ্জ,
জেলা-পটুয়াখালী, এ/পি-দূর্গাবাড়ী নিজামের বাড়ীর ভাড়াটিয়া। গোপন সংবাদের ভিত্তি মুন্সীগঞ্জের র্যাব ১১ এদিন মুক্তারপুরে অভিযান চালিয়ে গাঁজাসহ ২জনকে গ্রেফতার করে।
এ অভিযানে নেতৃত্ব দেন র্যাব-১১, সিপিসি-১,মুন্সীগঞ্জ এর কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার প্রণব কুমার এর নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল ।
উক্ত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মুন্সীগঞ্জ জেলার সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।