গোলাম আশরাফ খান উজ্জ্বল
অর্ধশতাব্দি আগে এখানে জল প্রবাহ ছিল
নৌকা চলতো গান গাইতো মাঝি
খল্লামাছের ডুব, শামুক খুঁজতো হাঁস।
অর্ধশতাব্দি আগে দুরন্ত কিশোর সাঁতার কাটতো
মাঝির বৈঠার ছলাত ছলাত ছন্দ
এখন রাজপথ, চলে ব্রান্ডের গাড়ি।
ভেপু, হর্ণ, পেঁ-পেঁ, টিংটিং
ধুলিঝড় কোলাহল রাজসভা……….।