নিজস্ব প্রতিবেদক:
মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সীকান্দি গ্রামের রাস্তাটি খানাখন্দে ভরা। রাস্তার কিছু কিছু স্থানে নতুন কাঁচা রাস্তায় ইতোমধ্যে ইট বিছানো হয়েছে। কিন্তু ইটের নিচে বালু না ফেলার কারণে সেই রাস্তায় বর্তমানে এবড়ো থেবড়ো হয়ে গেছে। ফলে যানাবাহন চলাচলে দেখা দিয়েছে নানা রকমের অসুবিধা। অনেক স্থানে আবার পুরনো ইটের রাস্তায় ইট একেবারে উঠে গেছে। সেখানে ছোট বড় নানা রকমের গর্তে সৃষ্টি হয়েছে।
সেই গর্তে বৃষ্টির পানি সব সময়েই জমাট বেধে থাকে। তাতেও দেখা দেয় অসুবিধা। আবার অনেক স্থানে রয়েছে একেবারেই কাঁচা মাটির রাস্তা। সেখানে বৃষ্টির সময় সবচেয়ে বেশি সমস্যায় পরে এ পথের পথচারীরা। এ পথে যানবাহনে চলাচলে পথচারীদের নাগরদোলায় চেপে যাওয়ার মতো গাড়ী ব্যবহার করতে দেখা যাচ্ছে।
এ পথের যানবাহনের চালকরা জানান, পথের এ বেহাল দশায় তারাই নিজ খরচায় মাঝে মাঝে গর্তের মধ্যে মাটি ফেলেই তবেই এখানে গাড়ী চালান। এ পথে একাধিক সেতু রয়েছে। মুন্সীকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সেতুর দুই পাশের রেলিং ভাঙ্গা থাকতে দেখা গেছে।
এছাড়া এ পথের শেষ প্রান্তে ছোট আরেকটি সেতু রয়েছে। সেই সেতুর দুই পাশের এ্যাপোচ সড়কে মাটি নেই তেমনটা। একই ইউনিয়নের নোয়াদ্দ গ্রামের চৌরাস্তা থেকে উত্তর দিকে চলে গেছে মুন্সীকান্দি গ্রামের দিকে।