
অভিযানের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। মাদক নির্মূলে তাদের কার্যক্রমের অংশ হিসাবে গত আগষ্ট মাসে জেলার বিভিন্ন প্রান্তে মোট অভিযান হয় ৪৬টি আর মামলা হয় ২০টি। নিয়মিত মামলা হয় ৭টি,
মোবাইল কোর্ট হয় ১৩টি, টাস্কফোর্স অভিযান হয় ৩টি। এসব অভিযানে মোট আসামী আটক করা হয় ২০জন। অভিযানে আলামত হিসেবে গাজাঁ ২ কেজি ৫৭০ গ্রাম, ইয়াবা ট্যাবলেট ৭ পিস, হেরোইন ৪.৫০ গ্রাম। এসব আলামতের আনুমানিক মূল্য চুরাশি হাজার চারশত টাকা।
সভায় এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিদর্শক মো. জয়নুল আবেদীন, উপ পরিদর্শক মো. শাওন তালুকদার, উপ পরিদর্শক মোহাম্মদ রাশিদুল ইসলাম প্রমূখ।