টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল বানারী ইউনিয়নে একটি ঝুকিপূর্ণ কাঠের পুল দিয়ে ওই গ্রামের হাজার হাজার লোক যাতায়াত করছে। আজিজ সরদারের বাড়ি হতে পশ্চিমে আব্দুর রব শেখের বাড়ি পর্যন্ত নির্মিত পুলটি দীর্ঘ ৮ বছরেও মেরামত হয়নি।
যার কারনে চরম দূর্ভোগ পোহাতে হয় এই গ্রামের মানুষদের। পুলটি মেরামতের জন্য ৫ মাস পূর্বে ৭০ হাজার টাকার বরাদ্দ আসলেও এখনো পর্যন্ত কোনো রকম কাজ মেরামত হয়নি। স্থানীয় কয়েকজন লোক তাদের ব্যক্তিগত টাকা দিয়ে বাশের খুটি দিয়ে পুলটি দাড় করান।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, পুলটির জন্য সরকারি ভাবে যে টাকা বরাদ্দ আসছে সেই টাকা যদি কাজে লাগাতো তাহলে পুলের এমন বেহাল অবস্থা হতো না। যেখানে
জনপ্রতিনিধিরা পকেটের টাকা খরচ করে জনগণের পাশে থাকার কথা সেখানে আজ জনস্বার্থে ব্যবহৃত পুলের বরাদ্দের টাকা জনপ্রতিনিধিদের পকেটে।