নিজস্ব প্রতিবেদক:
মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়নের আঁখি সিনেমা হল। বর্তমানে এটি সম্পূর্ণ ভাবেই বন্ধ রয়েছে। ৮০ দশকে সিনেমার স্বর্ণযুগে এখানে এ সিনেমা হলটি চালু হয়। সেই সময়ে এখানে প্রতিযোগিতা মূলক বিভিন্ন সিনেমা এ হলে মুক্তি পেতো।
এখানে সব সিনেমাতেই ভীর লক্ষ্য করা গেছে। নতুন ছবিতে হলে বেশিরভাগ সময়ে প্রতিটি শোতে প্রেক্ষাগৃহ হাউজ ফুল সাইন বোর্ড লটকানো থাকতে দেখা গেছে। এ সিনেমা হলটি একটি বিশেষ জায়গায় থাকায় এখানে দর্শকের ভীর হতো।
বর্তমানে এ সিনেমা হলটি বন্ধ হয়ে গেছে। এ সিনেমা হলের সামনের অংশ অনেকটাই বর্তমানে ভেঙ্গে ফেলা হয়েছে। এক সময়ে এখানে মানুষের পদচারণায় গমগম থাকলেও বর্তমানে এখানে ঝোপঝাড়ে ভর্তি হয়ে গেছে। এখন দেখলে মনে হবে পরিত্যাক্ত গুদাম ঘর।