মুন্সীগঞ্জ জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) এর বিশেষ অভিযানে ২৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুজন মাদক কারবারি কে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এস এম সাকিব হোসেন।
তিনি জানান, সোমবার রাত ৯ টার দিকে সদরের দক্ষিণ ইসলামপুর এলাকা থেকে অভিযান চালিয়ে মোঃ সোহরাব হোসেন গোজা কে ১৯ পিস ইয়াবা ও রাত ৮ টার দিকে দঃ ইসলামপুর নতুন মার্কেট এলাকা থেকে ১০ পিস ইয়াবা সহ মোঃ মোজাহিদ বেপারী (৩৮) নামের মাদক
কারবারি কে আটক করা হয়। সোহরাব হোসেন গোজা দক্ষিণ ইসলামপুর এলাকার মৃত সৈকত বেপারীর ছেলে অপর আসামি মোজাহিদ বেপারী একই এলাকার মৃত মান্নান বেপারীর ছেলে। আসামীদের বিরুদ্ধে মুন্সীগঞ্জ সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।