
এ সময়ে ছিলেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু বকর সিদ্দিক, জৈনসার ইউনিয়ন
চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল ইসলাম দুদু,মধ্যপাড়া ইউপি চেয়ারম্যান হাজী আব্দুল করিম, উপজেলা আওয়ামী লীগ সাবেক প্রচার সম্পাদক মো. এডভোকেট ইসলাম শেখ,ভবানীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিন শেখ প্রমুখ।
মেসার্স ধর ট্রেডাস সরকারি কার্য দিবসে একদিন অন্তর অন্তর উপজেলার উপজেলা মোড়, ইছাপুরা বাজার, ভবানীপুর বাজার, ভাট ইন বুক বাজারে প্রতি কেজি চিনি ৫০টাকা, মুশুর ডাল ৫০ টাকা সয়াবিন তেল ৮০ টাকা ও পেয়াজ ৩০ টাকা দরে বিক্রয় করবেন।
মেসার্স ধর ট্রেডাস এর স্বত্বাধিকার সেমল দত্ত বলেন, প্রতি সরকারি দিবসে একটি পয়েন্টেে ২শ লোককে আমরা মালামাল দিতে পারবো। #