নিজস্ব প্রতিবেদক: মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পণ্য বিক্রয় সেবা চালু করা হয়েছে। পঞ্চসার ইউনিয়নের দয়াল বাজার মাদবর বাড়ি এলাকার টিসিবির বিক্রয় কেন্দ্রর ডিলারর মের্সাস সালাম টেডার্সের এ ন্যায্যমূল টিসিটির পণ্য বিক্রি করা হয়।
করোনা পরিস্থিতিতে মোকাবেলায় আয়ের সাথে ব্যায়ের পাল্লা দিয়ে দিন মজুর মানুষের জন্য এ উদ্দ্যোগ হাতে নেওয়া হয়েছে।
করোনা সংকটে খরচ বাঁচাতে ভর্তুকি মূল্যে চারটি পণ্য (পেঁয়াজ, চিনি, মসুর ডাল ও সয়াবিন তেল) কিনতে গতকাল শনিবার নিম্ন আয়ের পাশাপাশি মধ্যবিত্তদেরর ভিড় করতে দেখা যায়।
করোনাকালীন সময় নিম্ন আয়ের মানুষ ন্যায্য মূল্যে নিত্য প্রয়োজনীয় চারটি পণ্য পেয়ে সরকারি প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
টিসিবির বিক্রয় কেন্দ্রর ডিলারর মের্সাস সালাম টেডার্সের সত্বাধিকার ও ইউপি সদস্য মো. আব্দুস সালাম শেখ জানিয়েছেন, ন্যায্য মূল্যের পণ্য এলাকাবাসির কাছে পৌঁছে দিতে পেরে আমি অত্যান্ত আনন্দিত।
সকাল থেকে পণ্য শেষ না হওয়া পর্যন্ত চলবে আমাদের এ সেবা। এখানে মোট ৬ শত কেজি চিনি, ৩ শত কেজি ে