নিজস্ব প্রতিবেদক: মুন্সীগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর সহকারী পরিচালক আসিফ আল আজাদ এর নেতৃত্বে গতকাল রবিবার মুন্সীগঞ্জ পৌরসভাস্থ সুপর মার্কেটে এক অভিযান পরিচালিত হয়। এ সময় চারটি প্রতিষ্ঠান তদারকি করা হয়। পণ্যের মোড়কের গায়ে দাম, ওজন, সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য,
উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ স্পষ্টভাবে লিখা না থাকায় চৈতি স্টোরকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭ ধারায় ৬ হাজার টাকা জরিমানা করা হয় এবং খোলা অবস্থায় খাদ্য সামগ্রী সাজিয়ে রাখায় আনন্দ সুইট মিটকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫৩ ধারায় ৩ হাজার টাকা জরিমানা করা হয় ও
একই অপরাধে মধুবন মিস্টি ও দেশপ্রিয় মিস্টান্ন ভান্ডারকে যথাক্রমে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫৩ ধারায় ২ হাজার টাকা করে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। মোট চারটি প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। অভিযান চলাকালে উপস্থিত ভোক্তা ও ব্যবসায়িদের মাঝে
ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ সম্বলিত স্টিকার, লিফলেট ও প্যাম্পলেট বিতরণ করা হয় এবং আইনটি মেনে চলতে উদ্বুদ্ধ করা হয়। বাজার অভিযানে সহযোগীতা করেন
মুন্সীগঞ্জ পৌরসভার স্যানেটারী ইন্সপেক্টর, লীনা সাহা, অভিযানে নিরাপত্তা বিধানে ব্যাটালিয়ান আনসার, মুন্সীগঞ্জ এর একটি টিম নিয়োজিত ছিল। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।