নিজস্ব প্রতিবেদক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে গজারিয়ায় বৃক্ষরোপণ, বিতরণ ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অধ্যায়নরত বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের এ্যাসিসটিভ ডিভাইস বিতরণ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে গজারিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের চত্বরে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মুন্সীগঞ্জ জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার। গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান সাদী’র সভাপতিত্বে অনুষ্ঠান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা
পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম ইমাম রাজী টুলু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নেকি খোকন, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার (আঁখি)।