মোহাম্মদ সেলিম ও আবু সাঈদ (সৌরভ): গত ২০ই সেপ্টেম্বর মুন্সীগঞ্জের কাগজে “মিরকাদিমের যোগাযোগ বিছিন্ন, দূর্ভোগ চরমে” শিরোনামে সংবাদ প্রকাশের সংবাদের পরে মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভার মিরকাদিম পৌরভবন, নতুন ও পুরাতন লঞ্চগাট এবং মিরকাদিম পৌরসভার ঐতিহ্যবাহী বাণিজ্যিক এলাকা খ্যাত কমলাঘাট বন্দর, মাছের আড়ৎ, সরকারি টেলিফোন অফিস,
পোস্ট অফিস, ইউনিয়ন স¦াস্থ্য কেন্দ্র, মুন্সীগঞ্জের প্রধান বিদ্যুৎ কেন্দ্র, শহিদ জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়, রিকাবী বাজার দারুল উলুম মাদ্রাসা এবং পুরাতন কাটপট্রি ব্যবসায়িক এলাকার যাতায়াতের ক্ষতিগ্রস্থ প্রধান ব্রীজটির সংস্কার কাজ শুরু করেছে গত রবিবার থেকে মিরকাদিম পৌর কর্তৃপক্ষ। সরজমিনে জানা যায়, ক্ষতিগ্রস্থ ব্রীজটির কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।
নিউজ প্রকাশের পরের দিন গত রবিবার ক্ষতিগ্রস্থ ব্রীজটির কাজ শুরু হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর মুন্সীগঞ্জ এর উদ্যোগে মিরকাদিম পৌরসভার মেয়র শহিদুল ইসলামের সার্বিক তত্বাবধানে ক্ষতিগ্রস্থ ব্রীজটির কাজ এগিয়ে চলছে দ্রুত গতিতে। পুরাতন কাটপট্রির একজন ব্যবসায়ী বলেন,
প্রধান ও গুরুত্বপূনর্ণ ব্রীজটি দ্রুত মেরামতের ব্যবস্থা করার কারণে মানুষের দূর্ভোগ কমবে এবং ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হতে রক্ষা পাবে। মিরকাদিম পৌরসভার বাসিন্দা মো. আবুল বাশার জানান,
এই ব্রীজটি মিরকাদিম পৌরসভার সাধারণ লোক ও ব্যবসায়ীদের জন্য এবং আশপাশের কয়েকটি ইউনিয়নের জন্য গুরুত্বপূর্ণ যাতায়াতের পথ। এই ব্রীজটি বন্ধ থাকার কারণে মানুষের দূর্ভোগ পোহাতে হয়েছে।
ক্ষতিগ্রস্থ ব্রীজটির অতি দ্রুত সংস্কারের ব্যবস্থার জন্য মিরকাদিম পৌরবাসী ও সকল জনসাধারণের পক্ষ থেকে কৃর্তপক্ষ ও মেয়র মহোদয় কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে অনেকেই।