নিজস্ব প্রতিবেদক: গজারিয়ায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন বালুয়াকান্দি বাস ষ্ট্যান্ড হতে একই ইউনিয়নের বিভিন্ন জায়গায় সিএনজি চালক ও মালিক সমিতির যৌথ সভায় নির্ধারিত ভাড়া ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার সকালে বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদ সভাকক্ষে উপজেলা সমবায় নিবন্ধন কর্তৃক দুই টি সিএনজি চালক
ও মালিক সমিতির সদস্য বৃন্দ এক সাথে যৌথ সভায় জনকল্যাণে নির্ধারিত ভাড়া ঘোষণা করেছেন। মালিকের সমিতির সভাপতি মোঃ খোকন মিয়া এবং চালক সমিতির সভাপতি মোঃ ফরিদ প্রধান জানান, জনকল্যাণে অনিয়ম প্রতিরোধে বালুয়াকান্দি ইউনিয়নের বিভিন্ন জায়গায় সিএনজি ও মিশুক গাড়ির ভাড়া নির্ধারিত করে দেয়া হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন বালুয়াকান্দি ইউনিয়ন চেয়ারম্যান শহীদুজ্জামান জুয়েল, উপজেলা সমবায় কর্মকর্তা সন্ধ্যা রানী সরকার , চালক ও মালিক সমিতির সকল সদস্য বৃন্দ।