নিজস্ব প্রতিবেদক: গতকাল মঙ্গলবার জেলা প্রশাসক মো: মনিরুজ্জামান তালুকদার গজারিয়া উপজেলার উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেছেন।
একই দিন তিনি হোসেন্দী ইউনিয়ন পরিষদ, ভাটের চর ইউনিয়ন ভূমি অফিস ও গজারিয়া থানা পরিদর্শন করেন। এসময় তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ ও বিতরণ কনে।
এদিন তিনি সরকারি প্রাথমিক বিদ্যালয় অধ্যায়নরত বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে অ্যাসিস্টিভ ডিভাইস বিতরণ করেন এবং গৃহহীনদের মাঝে দুর্যোগ সহনীয় ঘর হস্তান্তর করেন।