নিজস্ব প্রতিবেদক: সিরাজদিখানে ছত্রদলের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২টয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল এর সিদ্ধান্ত মোতাবেক
মুন্সীগঞ্জ জেলার ৬ ইউনিটের আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক আজিজুল হক সোহেল কতৃক স্বাক্ষরিত বার্তায় মো: হালিম মল্লিক হিমেলকে আহবায়ক ও মোঃ ইসমাইল হোসেন মৌসুমকে সদস্য সচিব করে
২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করেন। এ আহবায়ক কমিটিকে আগামী ৬০ দিনের মধ্যে প্রতিটি ইউনিয়নে কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠন করার জন্যেও নির্দেশনা প্রদান করা হয়।
সিরাজদিখান থানা আহবায়ক কমিটি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর সিরাজদিখান শাখার সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ।