
তাঁর শৈশব কেটেছে ফরিদপুরে। পরবর্তীতে তিনি ঢাকায় পড়াশোনা করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে তিনি ২০১৩ সালে সুনামগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) হিসেবে চাকুরী জীবন শুরু করেন। পরবর্তীতে পদোন্নতি পেয়ে ২০১৮ সালে তিনি টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন।
বিগত জাতীয় সংসদ নির্বাচন, উপজেলা পরিষদ নির্বাচন সহ সরকারের বিভিন্ন কর্মকান্ডে অত্যন্ত সাহসিকতার, সততা ও ভালবাসা দিয়ে দলমত নির্বিশেষে সাধারণ জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হন।
তিনি ২২ সেপ্টেম্বর ২০২০ সাল পর্যন্ত নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে সুনামের সহিত কাজ করেন। এরপর তিনি সিরাজদীখান নবাগত নির্বাহি অফিসার হিসেবে যোগদান করেন।