নিজস্ব প্রতিবেদক: মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভার রাম গোপালপুরস্থ সোনালী ব্যাংক সংলগ্ন এলাকায় একটি আনুমানিক আট বছরের ছেলে শিশু পাওয়া গেছে।
এই শিশুটির গায়ে পাঞ্জাবি ও মাথায় টুপি রয়েছে। শিশুটির তার নাম সাকিব বলে জানিয়েছে। বাড়ি চাঁদপুওে বলছে। অন্য কোন সে দিতে পারছে না।
যদি কেউ এই শিশুটিকে চিনে থাকেন বা তার পরিবারের খোঁজ খবর নিয়ে তার মায়ের কুলে ফিরিয়ে দিবেন এই নাম্বারে যোগাযোগ করুন। +৮৮০১৮৫৬৯০২৯৯৪ – +৮৮০১৮৬৯৪৬২৩৩৬