নিজস্ব প্রতিবেদক: মুন্সীগঞ্জ সদর উপজেলার জাতীয় শ্রমিক লীগ ও মুন্সীগঞ্জ জেলা প্রেসক্লাবের যৌথ আয়োজনে প্রধান মন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্ম বার্ষিকী গতকাল সোমবার মুন্সীগঞ্জ জেলা প্রেসক্লাব ভবনে পালিত হয়েছে।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র হাজী ফয়সাল বিপ্লব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ সদর ও জাতীয় শ্রমিক লীগের মুন্সীগঞ্জ জেলার আহবায়ক মো: আক্কাস আলী। অনুষ্ঠানে সভাপত্বি করেন
মুন্সীগঞ্জ সদর উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি মো: সুমন বেপারী। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সড়ক পরিবহন শ্রমিক লীগ এর সভাপতি মো: আক্তার হোসেন, তাজুল ইসলাম বাবু, আবুল কাশেম ও ইকবাল।