সালমান হাসান: মুন্সীগঞ্জ সুফিয়া নাহার মহিলা মাদরাসার ১৪৪০-১৪৪১ হিজরি সনের দাওরায়ে হাদীসের বুখারী শরীফ সমাপনী দরস প্রদান উপলক্ষে শনিবার দুপুর ১২টায় মাদ্রাসার অডিটোরিয়ামে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা সোহরাব হোসাইন ফারুকীর সভাপতিত্বে বোখারী শরিফের সমাপনী দরস, নসীহত ও মোনাজাত পরিচালনা করেন জামেয়ার প্রতিষ্ঠাতা ও শায়খুল হাদিস বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি সরওয়ার হোসাইন।
তিনি তার বক্তব্যে বলেন “উলামায়ে দেওবন্দ” ইতিহাসের পাতায় একটি বিপ্লবী কাফেলার নাম। উলামায়ে দেওবন্দের সীমাহীন ত্যাগ ও কুরবানীর বিনিময়েই দ্বীনের সঠিক শিক্ষাকার্যক্রম এর অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুস সুবাহান, মাওলানা জহিরুল ইসলাম, মাওলানা লুৎফুর রহমান,
ঈশা আতুস সুন্নাহ মাদ্রাসার পরিচালক মাওলানা আজগর হোসাইন সহ শিক্ষকবৃন্দ, এলাকার বিশিষ্ট মুরুব্বীয়ান ও ধর্মপ্রাণ ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা প্রেসক্লাব এর সভাপতি মোহাম্মদ সেলিম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক নাজিব মোহাম্মদ।