মোহাম্মদ সেলিম ও তোফাজ্জ্বল হোসেন:
মুজিব বর্ষের অঙ্গীকার, সড়ক হবে সংস্কার এ শ্লোগনকে সামনে রেখে গতকাল রবিবার দুপুরে গজারিয়া উপজেলা পরিষদের নতুন ভবনের সামনে এলসিএস ও আরইএমপি’র কাজের সাথে জড়িত নারী কর্মীরা দিনের কর্মসূচি পালন করেন।
তারা গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের পক্ষে এ কর্মসূচি এদিন পালন করেন। এদিন উপজেলার সবকটি ইউনিয়নেই এ কর্মসূচি পালন করা হয়েছে বলে নারী নেত্রীরা জানান। এ কর্মসূচি পালনের সময় নারী কর্মীরা নির্ধারিত পোষাক পরিধান করেন।
নারী কর্মীরা গজারিয়া উপজেলার এলজিইডি’র আওতায় অক্টোবর মাসের গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণের কাজের সাথে জড়িত রয়েছেন বলে জানা গেছে। এখানে এলসিএস’র আওতায় সুপার ভাইজারসহ ১৮জন ব্যক্তি এখানে এ কাজের সাথে জড়িত রয়েছেন। অন্যদিকে আরইএমপি’র সাথে জড়িত আছেন ৮০জন কর্মী।