মোহাম্মদ সেলিম ও তোফাজ্জ্বল হোসেন: গজারিয়া উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে গতকাল বুধবার দুপুর দেড়টার দিকে উপজেলা মিলনায়তনে উপজেলার নারী ও পুরুষের মাঝে শাক সবজির বীজ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গজারিয়া উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা হাসান সাদি। অনুষ্ঠানে বিশেষ
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার আঁখি ও গজারিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষিবিদ তৌফিক আহম্মেদ নূর।
কৃষিখাতে প্রনোদণা হিসেবে বিনা মূল্যে ৩শ’ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এ বীজ বিতরণ করা হয়। এর মধ্যে তের ধরণের বীজ ছিল বলে জানা গেছে। বিতরণকৃত বীজের মধ্যে ছিল স্বল্প মেয়াদি ৭টি। তারমধ্যে ছিল লাল শাক, কলমি শাক, মুলা শাক ও পাল শাক। মধ্যে মেয়াদিও মধ্যে ছিল ৬টি।