
০৭ অক্টোবর ২০২০ বুধবার, মিরকাদিম পৌরসভার ঐতিহ্যবাহী রিকাবি বাজারে ডাচ বাংলা ব্যাংক লিমিটেড এর শাখা উদ্বোধন করেন মিরকাদিম পৌরসভার মেয়র শহিদুল ইসলাম শাহীন ।
রিকাবি বাজার গ্রিন ওয়েল ফেয়ার সেন্টার মার্কেটে স্থাপিত এই শাখার এজেন্ট ইয়াসা এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী আ. ফ. ম মোসলেউদ্দিন এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি মেয়র শহিদুল ইসলাম শাহীন, বিশেষ অতিথি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন আহাম্মেদ,
বিশিষ্ট সমাজ সেবক মোঃ নেয়ামত মাওলা ছাড়াও জেলার বিভিন্ন শাখার কর্মকর্তাবৃন্দ ও এলাকার আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত থাকেন। প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অর্থনৈতিকভাবে যে উন্নয়ন সাধিত করেছেন তা বিশ্বে প্রশংসা পেয়েছে,
ডিজিটাল পদ্ধতির মাধ্যমে গ্রামীণ পর্যায় লোকজন সেই সেবা পাচ্ছে, ডাচ বাংলা ব্যাংক এই ক্ষেত্রে অসামান্য অবদান রেখে যাচ্ছে,আজ থেকে মিরকাদিম পৌরবাসী ডাচ বাংলা ব্যাংকের এই সেবা পাবে।