তোফাজ্জ্বল হোসেন: মুন্সীগঞ্জ জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার মুন্সীগঞ্জ শহরস্থ শহীদ মিনার বেদিতে সারা দেশব্যাপি নারী ধর্ষণ ও নির্যাতনের বিরুদ্ধে এই প্রতিবাদী অবস্থান ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মুন্সীগঞ্জ জেলা সাংস্কৃতিক জোট এ মানববন্ধনের আয়োজন করেন। জেলা সাংস্কৃতিক জোটের সভাপতি এড. শাহিন মোঃ আমানউল্লাহ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সাব্বির
হোসেন জাকির, এড. মুজিবুর রহমান, হামিদা খাতুন, এড.মাসুদ আলম, গোলাম মাওলা তপন, শেখ মনিরুজ্জামান রিপন ও সোহেল রানা রানু।