মোহাম্মদ সেলিম ও মো: আনোয়ার হোসেন: টঙ্গীবাড়ী উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের মান্ধা গ্রামের বীর মুক্তিযোদ্ধা খোকা মুন্সীকে গার্ড অফ অনারের মধ্যে দিয়ে মুক্তিযোদ্ধা চির নিদ্ধায় শায়িত করা হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে তাকে স্থানীয় ঈদগা ময়দানে গার্ড অফ অনার দেয়া হয়।
এই অনারে সালাম প্রদান করেন টঙ্গীবাড়ী উপজেলার ভূমি অফিসার ঊছেন মে। টঙ্গীবাড়ী থানা পুলিশের পক্ষে অনারে সালাম প্রদানে নেতৃত্ব দেন এস.আই মাসুম। এর পরে তার জানাজা অনুষ্ঠিত হয় ঐ স্থানেই। এ সময় ঊপস্থিত ছিলেন জেলা আ’লীগেরে সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মহিউদ্দিন,
সাধারণ সম্পাদক শেখ লুৎফর রহমান, সিরাজদিখান উপজেলা আ’লীগের সভাপতি মো: মহিউদ্দিন আহমেদ, লৌহজং উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, রশুনিয়া ইউপি চেয়ারম্যান মো: ইকবাল হোসেন ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জি.এম. মনসুর উদ্দিন।
এর আগে সকালের দিকে বাড়ির উঠানে তার আত্নার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল রবিবার রাতে তিনি মারা যান। খোকা মুন্সী জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এড. সোহানা তাহমিনার পিতা হন।