নিজস্ব প্রতিবেদক: মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের পূর্ব চর মুক্তারপুরে একটি ভবনের নিচে থাকা সেপ্টি ট্যাংকির কাজ করতে একজন শ্রমিকের মৃত্যু হয়েছে। এই শ্রমিকের নাম হচ্ছে গফুর (২৮)। তার পিতার নাম হচ্ছে সিকিম আলী। এলাকাবাসীরা জানান,
সোমবার দুপুরে চর সন্তোষপুর করিম সরদারের ভবনের নিচে সেপ্টি ট্যাংকির নিচে নামে। এই সময়ে গফুর চিৎকার করে মারা যায়। এই সময়ে তাকে বাঁচানোর জন্য কেউ এগিয়ে আসেনি ভয়ে। তবে একজন সাহসি যুবক বসির নামের এক ব্যক্তি একাজে এগিয়ে আসে। সে তাকে উদ্ধার করার চেষ্টা করার সময়ে সেও অজ্ঞান হয়ে পড়ে।
পরে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের দুইজনকে সেখান থেকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসে। পওে উন্নত চিকিৎসার জন্য বসিরকে ঢাকায় নিয়ে যায় তার আত্নীয় স্বজনরা। গফুর কয়েক মাস আগে বিয়ে করেছেন। তার স্ত্রী অন্তসত্তা।