আজ শুক্রবার বাদ জুম্মা বীর মুক্তিযোদ্ধা মোঃ শহিদুল আলম খোকা মুন্সীর চেহলাম অনুষ্ঠিত হয়েছে।
খোকা মুন্সীর নিজ বাড়ী টংগীবাড়ী উপজেলার মান্দ্রা গ্রামে তার কুলখানী অনুষ্ঠিত হয়।
এ সময় মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও মুন্সিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মহিউদ্দিন আহম্মেদ, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ লুৎফর রহমান, আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের নেতাকর্মী, বিশিষ্ট ব্যাক্তিবর্গসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে গত রবিবার সন্ধ্যা ৭.৩০ টয় মুন্সিগঞ্জ শহরে তার ছোট মেয়ে সাংবাদিক এ্যাড সোহানা তাহমিনার বাসায় ইন্তেকাল করেন। পরদিন সকাল ১০. ০০ টায় জানাজা শেষে মান্দ্রা পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।