গতকাল ১৫ অক্টোবর সকাল ১১টায় গজারিয়া উপজেলায় আসন্ন শারদীয় দূর্গা পূজা কোভিড-১৯ বিধি মেনে নির্বিঘ্নে, নিরাপদে, উৎসবমুখর পরিবেশে উদযাপন করার লক্ষ্যে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান অতিথি অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম,
গজারিয়া সরকারি কলেজের অধ্যক্ষ্য প্রফেসর মোঃ শহিদুল্লাহ, গজারিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নেকী, গজারিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার হাসান সাদী।