নিজস্ব প্রতিবেদক: টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল থেকে টঙ্গীবাড়ী উপজেলার প্রধান সড়কের পিচের কাপেটিংয়ের কাজ ধীরগতি চলছে বলে অভিযোগ উঠেছে। অনেক আগেই এ সড়কে ইটের সুরকি কাজ করা হয়েছে। কিন্তু সড়কের পিচের কাপেটিংয়ের কাজ তেমনটা হচ্ছে না দ্রুতগতিতে।
তবে লোকমুখের দাবি হচ্ছে যে, হাসাইল থেকে পিচের কাপেটিংয়ের কাজ শুরু হয়েছে। এর ফলে বিপুল পরিমাণ এ রাস্তার কাজ শেষ হতে অনেকটাই সময় লেগে যেতে পারে বলে এখানকার মানুষ মনে করছেন। এর ফলে এখানকার পথের যানবাহন চলাচলে দেখা দিয়েছে নানা রকমের অসুবিধা।
রাস্তার এ অবস্থায় অনেকেই যানবাহন ঘুরিয়ে অন্য পথ দিয়েও অনেকেই চলাচল করছে। এ পথের কাজ দ্রুত শেষ করার জন্য এখানকার এলাকাবাসী সরকারের উর্ধ্বতন কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।