বুধবার সকাল ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে মুন্সীগঞ্জ জেলার লৌহজং থানাধীন পূর্ব শিমুলিয়া সাকিনস্থ তোপাজ্জল ফার্নিচার নামক দোকানের সামনে ইয়াবা ট্যাবলেট বিক্রির সময়ে র্যাব ১১ জয়কে গ্রেফতার করে।
র্যাব-১১, সিপিসি-১,মুন্সীগঞ্জ এর কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার প্রণব কুমার এর নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল উল্লেখিত ঘটনা স্থলে উপস্থিত হয়ে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় তার কাছ থেকে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।