জাতীয় শ্রমিকলীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও শ্রীনগর উপজেলা শ্রমিকলীগের বর্ষপুতি উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেককাটার আয়োজন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা শ্রমিকলীগের উদ্যোগে বেজগাঁও বাসষ্ট্যান্ড এলাকায় এ কর্মসুচি পালিত হয়।
উপজেলা শ্রমিকলীগের সভাপতি জাহাঙ্গির আলম জিকুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সেলিম হোসেন খাঁনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারী শ্রীনগর কলেজের সাবেক ভিপি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ তোফাজ্জল হোসেন। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন মুন্সীগঞ্জ জেলা শ্রমিকলীগের সভাপতি মোঃ সোহেল মোল্লা।
এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সহ সভাপতি আবুল কালাম আজাদ ডালু, প্রচার সম্পাদক আবু হানিফা নোমান, উপজেলা যুবলীগের সভাপতি ও পাটাভোগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ আল মামুন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল হক নিশাত সিকদার,
মুন্সীগঞ্জ জেলা শ্রমিকলীগের সহ সভাপতি আলহাজ¦ হাসান শেখ খোকন, আঃ হাই, সাব্বির শেখ, উপজেলা যুব মহিলালীগের যুগ্ম আহবায়ক মর্জিনা বেগম মুন্নী, উপজেলা যুবলীগের সদস্য সেহেল রাজ, সরকারি শ্রীনগর কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ রাব্বি, মহসিন।