নিরাপদ সড়ক চাই মুন্সিগঞ্জ জেলা শাখার উদ্যোগে লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকাল ১০.০০ টায় প্রথমে মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সামনে থেকে লিফলেট বিতরণ করা হয় পরে সকাল ১১.০০ টায় মুন্সিগঞ্জ জেলা প্রেসক্লাবের সামনে থেকে লিফলেট বিতরণ শেষে মুন্সিগঞ্জ জেলা প্রেসক্লাব মিলনায়তনে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।
নিরাপদ সড়ক চাই মুন্সিগঞ্জ জেলা শাখার আহবায়ক মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে এবং সদস্য সচীব মোঃ মাহবুব আলম লিটনের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক মোঃ সেলিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনজীবন
ফাউন্ডেশনের সভাপতি মোঃ জিয়াউর রহমান জীবন, সংগঠক মোঃ আনোয়ার হোসেন, সাংবাদিক মোঃ তোফাজ্জল হোসেন শিহাব।
আরো উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই মুন্সিগঞ্জ জেলা শাখার সদস্য মোঃ আমজাদ হোসেন, ইব্রাহিম মিয়া, মোঃ মাসুদ রানা, মোঃ আকাশ, মোঃ ছাব্বির হোসেন প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে- নিরাপদ সড়ক চাই সামাজিক সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
সভাপতি তার বক্তব্যে নিরাপদ সড়ক চাই সামাজিক সংগঠনের প্রতিষ্ঠা, গুরুত্ব এবং তাৎপর্য তুলে ধরেন।