
সিরাজদিখানে মফিজুউদ্দিন শেখ (মফি) নামের ৬০ বছরের এক বৃদ্ধা আত্মহত্যা করেছে ।
শুক্রবার ২৩ অক্টোবর গভীর রাতে উপজেলার মালখানগর ইউনিয়নের নাইসিং গ্রামের মৃত মজিদ শেখের ছেলে মফিজুউদ্দিন শেখ (মফি) নামের ৬০ বছরের এক বৃদ্ধার ঘরের রোয়ার সাথে গামছা পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মৃত মফিজুউদ্দিন শেখ (মফি) ২ ছেলে ৩ কন্যা সন্তানের জনক।
এলাকাবাসী জানান, বিভিন্ন এনজিও কাছ থেকে ঋণের টাকার কিস্তি পরিশোধ করতে না পারায় ও এলাকাবাসীর কাছে ঋণ গ্রস্ত হওয়ায় স্ত্রীর সাথে কলহ সৃষ্ট হয়। সে কারণে আত্নহত্যা করতে পারে।
এছাড়া প্রতিবেশীরা জানান, রাতে শুনেছি স্টক করেছে। সকালে জানতে পারি ফাসি দিয়েছে । বিষয়টি নিয়ে এলাকায় ধুমরুজালের সৃষ্টি হয়েছে।
সিরাজদিখান থানার এসআই মোঃ রিপন খান জানান, সুরতহাল প্রতিবেদনে আত্মহত্যার প্রমাণ মিলেছে অন্যকোন সিনড্রোম নাই এবং পরিবারের কারো অভিযোগ নাই। থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।