মোহাম্মদ সেলিম
পদ্মা নদীর তীরের বাড়ি
নদী ভাঙানে করে কাড়া কাড়ি।
বন্যায় বর্ষায় ভাঙে এক কুলের বাড়ি
অন্য কুলে গড়ে উঠে চরের ধুলা বালি।
নদী ভাঙনে রেহাই পায় না মসজিদ মন্দির
বসত বাড়ি রাজ প্রসাদের চৌকিদারি।
প্রার্থনা করে সকলেই রেয়াতের আশায়
ঈশ্বর চলে ভক্তদের ভালোবাসায়।
রাক্ষুসি পদ্মা প্রাচীন বিক্রমপুর
জনপদকে ভেঙ্গে করেছে নয়ছয়ের মুন্সীগঞ্জ।
চাঁদ রায় কেদার রায়ের প্রাসাদ
ফেলেছে পদ্মার ভাঙনে জলের মায়ায়।
পদ্মার ভাঙনে ভৌগোলিক সীমা রেখা
বদলেছে রামপাল থেকে বাকেরগঞ্জের উপজেলায়।